ওজিলের ভবিষ্যৎবাণী, এবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে ইংল্যান্ড

আগের সংবাদ

গুরুদাসপুরে পাকবাহিনীর গণহত্যায় নিহতদের এখনও মেলেনি স্বীকৃতি

পরের সংবাদ

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: মার্চ ২৫, ২০২২ , ৩:১০ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৫, ২০২২ , ৩:১০ অপরাহ্ণ

রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৫ মার্চ) এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক কৌশলকে লক্ষ্য করেই গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। দেশটির সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান এসবেরব্যাংকের প্রধান নির্বাহী হারমান গ্রেফও এ নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। খবর আল জাজিরার।

একইসঙ্গে মার্কিন রাজস্ব বিভাগের ওয়েবসাইটের এক সতর্কবার্তায় বলা হয়েছে, রাশিয়া যেন নিষেধাজ্ঞা এড়াতে না পারে সেজন্য স্বর্ণ সংক্রান্ত রাশিয়ার লেনদেনেও মার্কিন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে।

বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার অভিযানের এক মাস পূর্ণ হয়। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রুশ সেনারা। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা পরিচালিত হচ্ছে। অন্যদিকে ইউক্রেনীয় সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। ফলে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত হয়েই চলেছে। এছাড়া ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় পাশ্চাত্যের বেশ কয়েকটি দেশ মস্কোর ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়