×

আন্তর্জাতিক

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সোমবার পর্যন্ত স্থগিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ০৫:৩০ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে বিরোধীদের দাখিল করা অনাস্থা প্রস্তাব উপস্থাপন না করে পার্লামেন্ট ঘোষণা মুলতবি করা হয়। খবর এনডিটিভি ও ডনের।

ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) থেকে অধিবেশনে যোগ দিয়েছিলেন শাহ মাহমুদ কোরেশি, শিরিন মাজারি, আসার ওমর এবং আলি মোহাম্মদ খান, গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (জিডিএ) ড. ফাহমিদা মির্জা। অন্যদিকে বিরোধী দলের পক্ষ থেকে যোগ দেন বিরোধী দলীয় নেতা শেহবাজ শরিফ, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি এবং কো-চেয়ার আসিফ আলি জারদারি।

২০১৮ সালের নির্বাচনের পর পাকিস্তানে সরকার গঠন করেন প্রধানমন্ত্রী ইমরান খান। এরপর থেকে দেশটিতে প্রশাসনিক সংস্কার ও দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেন তিনি। আর এতে বিরোধীদের দমনের অভিযোগ করতে থাকে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টিসহ (পিপিপি) পাকিস্তানের বিরোধী দলগুলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App