করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

আগের সংবাদ

এক থেকে দেড় মিনিটের কিলিং মিশন, টিপুর শরীরে ১২টি গুলি

পরের সংবাদ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সোমবার পর্যন্ত স্থগিত

প্রকাশিত: মার্চ ২৫, ২০২২ , ৫:৩০ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৫, ২০২২ , ৫:৩০ অপরাহ্ণ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে বিরোধীদের দাখিল করা অনাস্থা প্রস্তাব উপস্থাপন না করে পার্লামেন্ট ঘোষণা মুলতবি করা হয়। খবর এনডিটিভি ও ডনের।

ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) থেকে অধিবেশনে যোগ দিয়েছিলেন শাহ মাহমুদ কোরেশি, শিরিন মাজারি, আসার ওমর এবং আলি মোহাম্মদ খান, গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (জিডিএ) ড. ফাহমিদা মির্জা। অন্যদিকে বিরোধী দলের পক্ষ থেকে যোগ দেন বিরোধী দলীয় নেতা শেহবাজ শরিফ, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি এবং কো-চেয়ার আসিফ আলি জারদারি।

২০১৮ সালের নির্বাচনের পর পাকিস্তানে সরকার গঠন করেন প্রধানমন্ত্রী ইমরান খান। এরপর থেকে দেশটিতে প্রশাসনিক সংস্কার ও দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেন তিনি। আর এতে বিরোধীদের দমনের অভিযোগ করতে থাকে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টিসহ (পিপিপি) পাকিস্তানের বিরোধী দলগুলো।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়