×

জাতীয়

কলকাতা বন্দরে কাত হয়ে ডুবল বাংলাদেশি জাহাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ০৯:৫০ পিএম

কলকাতা বন্দরে কাত হয়ে ডুবল বাংলাদেশি জাহাজ

কলকাতা বন্দরের জেটিতে বৃহস্পতিবার কন্টেইনার নিয়ে কাত হয়ে ডুবে গেছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি মেরিন ট্রাস্ট-১। ছবি: সংগৃহীত

ভারতের কলকাতা বন্দরের জেটিতে কন্টেইনার নিয়ে কাত হয়ে ডুবে গেছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি মেরিন ট্রাস্ট-১। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১১টায় মিনিটের দিকে দিকে শ্যামা প্রসাদ মুখার্জী বন্দরের (সাবেক কলকাতা বন্দর) নেতাজি সুভাষ ডকের ৫ নম্বর লটে কন্টেইনার বোঝাই করার সময় জাহাজটি কাত হয়ে যায়। খবর হিন্দুস্তান টাইমসের।

জাহাজটি একদিনের জন্য নোঙর করা ছিল। আগামীকাল শুক্রবার ওই ভেসেলটি বাংলাদেশের চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিত বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দর সূত্রে খবর, আজ ৫ নম্বর লটে লোডিংয়ের কাজ শেষ হয় ভেসেলটির। কিন্তু সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ হঠাৎই সেটিতে কিছু সমস্যা দেখা দেয়। আর ডুবতে শুরু করে। একইসঙ্গে ডুবতে থাকে ভেসেলে থাকা কন্টেনারগুলিও। মাত্র ১৫ মিনিটের মধ্যেই ভেসেলটি ডুবে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App