×

আন্তর্জাতিক

চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরীক্ষাগার ধ্বংস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ০৮:৫৮ এএম

চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরীক্ষাগার ধ্বংস

বুধবার চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করেছে রুশ সেনারা

চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখলের পর এবার এর নতুন একটি পরীক্ষাগার ধ্বংস করেছে রুশ সেনারা। স্থানীয় সময় বুধবার এক ফেসবুক পোস্টে এ দাবি করে কেন্দ্রটির কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, রুশ বাহিনী চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি নতুন পরীক্ষাগার ধ্বংস করেছে। পরীক্ষাগারটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তহবিলে পরিচালিত হতো।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইউরোপীয় কমিশনের সহায়তায় ৬০ লাখ ইউরো ব্যয়ে নির্মিত পরীক্ষাগারটি ২০১৫ সালে খোলা হয়েছিল। ইউক্রেনে অভিযানের দ্বিতীয় দিনেই রাশিয়া চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ন্ত্রণে নেয়। তখন ১৯৮৬ সালের ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার মতো আরেকটি দুর্যোগের মুখোমুখি হওয়ার আশঙ্কা করা হলেও তেমন কিছুই ঘটেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App