ডায়াবেটিস হওয়ার কারণ আবিষ্কার দেশের বিজ্ঞানীদের

আগের সংবাদ

মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন

পরের সংবাদ

সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: মার্চ ২৩, ২০২২ , ৪:৪৭ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৩, ২০২২ , ৪:৪৮ অপরাহ্ণ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আজ শেষ ম্যাচ। প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ৩৮ রানে জয়ী হয়। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে স্বাগতিকরা ৭ উইকেটে বাংলাদেশকে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা আনে। আজ সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে তৃতীয় ওয়ানডে ম্যাচ অঘোষিত ফাইনাল এ পরিণত হয়েছে। আজ যারা ম্যাচ জিতবে তারাই সিরিজ নিশ্চিত করবে।

টস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভূমা ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সেঞ্চুরিয়ানে প্রথম ওয়ানডে ম্যাচ লাল-সবুজের প্রতিনিধিরা প্রথমে ব্যাট করে ৩১৪ রান সংগ্রহ করেছিল। জোহানেসবার্গের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টাইগাররা আগে ব্যাট করে সুবিধা করতে পারেনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের সামনে তিনটি সেঞ্চুরির সম্ভাবনা রয়েছে। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ৩৭৫ ম্যাচে অংশ নিয়ে ৯৯ ক্যাচ ধরেছেন। অন্যদিকে টাইগার ওপেনার তামিম ইকবাল ৩৬২ ম্যাচে ক্যাচ নিয়েছেন ৯৯ টি ।

তৃতীয় ওয়ানডে ম্যাচে এই দুই টাইগার ফিল্ডার ক্যাচ লুফে নেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন। টাইগার ফিল্ডারদের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ ৩৭০ ম্যাচে অংশ নিয়ে ১৫২টি ক্যাচ লুফে নিয়েছেন। টাইগার মারকুটে ওপেনার তামিম ইকবাল আজ একটি ছক্কা হাঁকাতে পারলে সেঞ্চুরি ছক্কা পূর্ণ করতে সক্ষম হবেন। তামিম এ পর্যন্ত ২২৪ ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ছক্কা হাঁকিয়েছেন ৯৯ টি ছক্কা। সেঞ্চুরিয়ান তৃতীয় ওয়ানডে ম্যাচ শেষে আগামীকাল বৃহস্পতিবার এমিরেটসের একটি ফ্লাইটে করে দেশে ফিরবেন সাকিব আল হাসান। তার শাশুড়ি, মা এবং তিন সন্তান অসুস্থ। এই কারণে ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরেছেন তিনি।

এসএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়