নিউজ ফ্ল্যাশ

আগের সংবাদ

খালেদা জিয়ার সাজা আরও ৬ মাস স্থগিত করে প্রজ্ঞাপন

পরের সংবাদ

বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় ডেপুটি হাই কমিশনার

প্রকাশিত: মার্চ ২৩, ২০২২ , ৪:২৩ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৩, ২০২২ , ৪:২৩ অপরাহ্ণ

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করেন। এর আগে প্রতিনিধি দলটি বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

বুধবার (২৩ মার্চ) সকাল ১১টায় ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্প এলাকা ও স্থলবন্দর পরিদর্শন শেষে বন্দর কর্তৃপক্ষের আয়োজনে বন্দরের সভাকক্ষে প্রতিনিধি দলটি চা চক্রে অংশগ্রহণ করেন এবং বন্দরের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় ঢাকা দূতাবাসের প্রথম সচিব মিস্টার প্রতীক ডি. নেগি. ও রাজশাহী বিভাগীয় ভারতীয় দূতাবাসের দ্বিতীয় সচিব জনাব বি. প্রসাদ ছিলেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায়, বাংলাবান্ধা স্থলবন্দরের জিএম হাবিবুর রহমান, বন্দর ইনচার্জ, বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস ও ইমিগ্রেশনের প্রতিনিধিবৃন্দ।

পরে ভারতীয় ডেপুটি হাই কমিশনারের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল বাংলাবান্ধা আইসিপি জিরো পয়েন্ট দিয়ে ভারতের ফুলবাড়ি স্থলবন্দরে গমণ করেন। কিছুক্ষন পরেই পুনরায় বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।

রি-জেআরজে/ইভূ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়