পাঁচ উইকেট নিয়ে দ. আফ্রিকাকে একাই গুড়িয়ে দিলেন তাসকিন

আগের সংবাদ

স্বাধীনতা পদক পাচ্ছে বিদ্যুৎ বিভাগ

পরের সংবাদ

ট্যুরিস্ট ভিসা চালু হলেই আন্তঃদেশীয় ট্রেন: ভারতীয় হাইকমিশনার

প্রকাশিত: মার্চ ২৩, ২০২২ , ৬:০৬ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৩, ২০২২ , ৬:৫৯ অপরাহ্ণ

বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্যুরিস্ট ভিসা চালু হলে খুব দ্রুত ৫৪টি আন্তঃদেশীয় ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। আজ বুধবার (২৩ মার্চ) রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানান।

পাশাপাশি আখাউড়া-আগরতলা প্রকল্পের কাজের ধীরগতির জন্য অসন্তোষ প্রকাশ করেন দোরাইস্বামী। এসময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন তাকে আশ্বস্ত করে বলেন, এপ্রিলে সংশ্লিষ্ট প্রকল্প পরিদর্শন করে এ প্রকল্পের পরবর্তী করণীয় ঠিক করা হবে।

বৈঠকে রেলমন্ত্রী ভারত থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলাচলের জন্য ৫৪টি আন্তঃদেশীয় ট্রেন চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করলে যোগাযোগ করা হবে বলে জানান ভারতীয় হাইকমিশনার।

আর- এরআরআর / ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়