করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৩৪

আগের সংবাদ

ট্যুরিস্ট ভিসা চালু হলেই আন্তঃদেশীয় ট্রেন: ভারতীয় হাইকমিশনার

পরের সংবাদ

পাঁচ উইকেট নিয়ে দ. আফ্রিকাকে একাই গুড়িয়ে দিলেন তাসকিন

প্রকাশিত: মার্চ ২৩, ২০২২ , ৬:০৬ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৩, ২০২২ , ৮:০১ অপরাহ্ণ

হয়তো দক্ষিণ আফ্রিকার শেষ ভরসা ছিলেন ডেভিড মিলার। তাসকিন আহমেদ ফেরালেন তাঁকে। আবারও বাড়তি বাউন্সে ভড়কে গেলেন আরেকজন দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যান। লেগ স্টাম্পের বাইরের বলটা খেলতে গিয়ে এজড হয়েছেন মিলার, এরপর আর শেষরক্ষা হয়নি তাঁর।

মিলারের পর একই ওভারে কাগিসো রাবাদাকেও ফিরিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বার ইনিংসে পাঁচ উইকেট পেলেন তাসকিন আহমেদ। এবার ফুললেংথে করেছিলেন তাসকিন, ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েছেন রাবাদা। একাই পাঁচ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে দিলেন তাসকিন আহমেদ।

প্রথমে ওপেনিং জুটিতে ঝড়ো সূচনার পর দ্রুতই দক্ষিণ আফ্রিকার ৮ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের পর নিজের টানা দুই ওভারে জোড়া আঘাত হেনেছেন পেসার তাসকিন আহমেদ। উইকেট শিকারের উৎসবে পরে যোগ দিয়েছেন সাকিব আল হাসান আর শরিফুল ইসলাম। বিনা উইকেটে ছিল ৪৬ রান। সেখান থেকে আর ৩৭ রান যোগ করতেই ৫ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮.২ ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৫ উইকেটে ৮৩ রান। ডেভিড মিলার ৪ আর ডোয়াইন প্রিটোরিয়াস শূন্য রানে অপরাজিত আছেন।

সিরিজে ১-১ সমতা। সেঞ্চুরিয়নে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি তাই পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। আজ যে দল জিতবে, তারাই ট্রফি হাতে তুলবে। এমন এক ম্যাচে টসভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টাইগারদের ফিল্ডিংয়ে পাঠিয়ে ব্যাটিংয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে ভালো একটি সূচনাও পেয়েছে স্বাগতিকরা।

কুইন্টন ডি কক আর জানেমন মালান ঝড়ো সূচনা করেন। ৪১ বলে তাদের ৪৫ রানের জুটিটি অবশেষে ভেঙেছেন মেহেদি হাসান মিরাজ। টাইগার অফস্পিনারকে তুলে মারতে গিয়ে লংঅফে মাহমুদউল্লাহর ক্যাচ হয়েছেন ডি কক (৮ বলে ১২)।

১৩তম ওভারে এসে কাইল ভেরনানকে তুলে নেন তাসকিন। এই উইকেটে অবশ্য কিছুটা ভাগ্যের সহায়তাও ছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪.৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ৬৯ রান। টেম্বা বাভুমা ২ রানে অপরাজিত আছেন। মেহেদী, তাসকিনের পর এবার সাকিবের আঘাত। চার উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা

এসএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়