×

অপরাধ

রাঙামাটিতে আঞ্চলিক দলের দুইপক্ষের গোলাগুলিতে নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২২, ০২:৪০ পিএম

রাঙামাটিতে আঞ্চলিক দলের দুইপক্ষের গোলাগুলিতে নিহত ৩

রাঙামাটি সীমান্তে আঞ্চলিক দুইপক্ষের গোলাগুলিতে পড়ে থাকা অস্ত্র ও গোলাবারুদ। ছবি: ভোরের কাগজ

রাঙামাটি সীমান্তে আঞ্চলিক দুই পক্ষের গোলাগুলিতে তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ মার্চ) সকাল দশটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এখনও থেমে থেমে বন্দুকযুদ্ধ চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় পুরো পাহাড়ি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ের চূড়ায় অবস্থান নেয়া অজ্ঞাত সন্ত্রাসীরা মগ লিবারেশন আর্মির সদস্যদের টহল লক্ষ্য করে গুলি করতে থাকে। এতে ঘটনাস্থলেই মগ পার্টির তিনজন নিহত ও দুজন আহত হন। এক পর্যায়ে উভয়পক্ষই বন্দুকযুদ্ধে জড়িয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছে পুলিশ ও সেনাসদস্যরা। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে  আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

রাঙামাটি পুলিশ সুপার মীর মোদ্দাছছের হোসেন জানান হতাহতের খবর পেয়েছি সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছে। তারা এলে বিস্তারিত জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App