×

শিক্ষা

ঢাবির অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদোন্নতিতে পিএইচডি ডিগ্রি লাগবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২২, ১২:০৪ এএম

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এখন থেকে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেতে হলে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। তিনি জানান, সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি নাট্যোৎসবে যথাসময়ে উপস্থিত না হতে পারার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিং থাকায় আমি যথাসময়ে উপস্থিত হতে পারিনি।’

অ্যাকাডেমিক কাউন্সিলে একটি গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গুণগত ও পেশাগত মান বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক কাউন্সিল একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সেটি হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি পেতে হলে পূর্ব শর্ত হিসেবে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। একইসঙ্গে উচ্চতর গবেষণা নির্ধারণ করা হয়েছে।’

উপাচার্য বলেন, ‘এটি অ্যাকাডেমিক কাউন্সিল অনুমোদন দিয়েছে। সিন্ডিকেটে তা চূড়ান্ত করা হবে। ভর্তি পরীক্ষার বিষয়ে কোনও আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সাধারণ ভর্তি কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

অ্যাকাডেমিক কাউন্সিলের আরেকটি সূত্র জানায়, কাউন্সিলের বৈঠকে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা নিয়েও আলোচনা হয়। আগামী জুনের মধ্যে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। সাধারণ ভর্তি কমিটির সভায় দিন তারিখ নির্ধারণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App