×

আন্তর্জাতিক

রাশিয়ার ওপর গ্যাস নির্ভরতা কমাতে কাতার-জার্মানি চুক্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০৬:২২ পিএম

রাশিয়ার ওপর গ্যাস নির্ভরতা কমাতে কাতার-জার্মানি চুক্তি

রবিবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাতে জার্মান অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক

রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা কমাতে কাতারের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী অংশীদারিত্বে যাচ্ছে জার্মানি। জার্মানির সবচেয়ে বড় গ্যাস সরবরাহকারী হচ্ছে রাশিয়া। কিন্তু ইউক্রেনে রুশ হামলার পর থেকে মস্কোর শক্তির ওপর নির্ভরতা কমাতে শুরু করেছে বার্লিন। সে জন্য এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন জার্মান অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক।

রবিবার (২০ মার্চ) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন রবার্ট হ্যাবেক। এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে জ্বালানি খাতে উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করেন।

চুক্তির বিষয়টি নিশ্চিত করে জার্মানির অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, যে সংস্থাগুলোকে নিয়ে হ্যাবেক (জার্মান অর্থনীমন্ত্রী) কাতারে এসেছে, তারা এখন কাতারের সঙ্গে চুক্তির আলোচনা করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App