×

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির একমাত্র উপায় মধ্যস্থতা: ইউক্রেন প্রেসিডেন্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০৯:২৫ এএম

যুদ্ধবিরতির একমাত্র উপায় মধ্যস্থতা: ইউক্রেন প্রেসিডেন্ট

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতির একমাত্র উপায় মধ্যস্থতা বলে মন্তব্য করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় সোমবার (২১ মার্চ) এক ভিডিও কনফারেন্সে তিনি বলেন, শীর্ষপর্যায়ের মধ্যস্থতার মাধ্যমেই এ যুদ্ধের অবসান হতে পারে। আর এর জন্য সঠিক জায়গা হলো জেরুজালেম। খবর আল জাজিরার।

ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বৈঠক আয়োজনের চেষ্টা করে চলেছেন। এর জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। শান্তির জন্য জেরুজালেমই উত্তম স্থান। দেরিতে হোক আর দ্রুত হোক, জেরুজালেমেই আমরা বসবো এবং এ মধ্যস্থতার মাধ্যমেই এ যুদ্ধ শেষ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App