×

জাতীয়

করোনা পরবর্তী শিক্ষা পুনরুদ্ধারে ইন্দোনেশিয়ায় চলছে আইপিইউ সম্মেলন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২২, ১১:১৮ পিএম

করোনা পরবর্তী শিক্ষা পুনরুদ্ধারে ইন্দোনেশিয়ায় চলছে আইপিইউ সম্মেলন

সোমবার সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে জাতীয় সংসদের প্রতিনিধিদল। ছবি: ভোরের কাগজ

ইন্দোনেশিয়ার বালিতে ইন্টার পার্লামেন্টারী ইউনিয়নের (আইপিইউ) ১৪৪তম সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ৯ সদস্যের প্রতিনিধিদল। সোমবার (২১ মার্চ) সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষ হয়েছে। আগামী ২৪ মার্চ পর্যন্ত চলবে সম্মেলন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন- সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, সৈয়দ আবু হোসেন, খান আহমেদ শুভ, বাসন্তী চাকমা ও কানিজ ফাতেমা আহমেদ। এছাড়া সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব গৌতম কুমার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব (উপসচিব) চৌধুরী মো. হামিদ আল মাহবুবও সম্মেলনে যোগ দিয়েছেন।

এই সম্মেলনে প্রতিনিধিদলের সদস্যগণ জলবায়ু পরিবর্তন, টেকসই বিশ্বশান্তি এবং কোভিড পরবর্তী শিক্ষা পুনরুদ্ধার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন।

এছাড়া বেশ কয়েকটি দেশের সংসদ সদস্যদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করছেন বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App