×

খেলা

আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি বাদ পড়লেন দিবালা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২২, ১২:৫৫ এএম

আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি বাদ পড়লেন দিবালা

লিওনেল মেসি ও দিবালা

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে কাতার বিশ্বকাপ ২০২২ এর টিকেট নিশ্চিত করা অর্জেন্টিনা ২৫ এবং ৩০ মার্চ বাছাইপর্বের আরো দুটি ম্যাচ খেলবে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে। এ দুটি ম্যাচ সামনে রেখে ৩৩ জনের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ২৫ মার্চ নিজেদের মাঠে ভেনেজুয়েলার মুখোমুখি হওয়ার চার দিন পর ৩০ মার্চ ইকুয়েডর বিপক্ষে তাদের মাঠেই খেলবে আর্জেন্টিনা। দলে ফিরেছেন  মেসি, তবে জায়গা হয়নি জুভেন্টাস তারকা পাওলো দিবালার। সবাইকে অবাক করে দিয়ে কোচ লিওনেল স্কালোনি দলে রেখেছেন ম্যানচেস্টার ইউনাইটেড যুবদলের ১৭ বছরের তরুণ আলেহান্দ্রো গারেঞ্চোকে।

ব্রাজিলে খেলতে যেয়ে নাটকীয়তার পর ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের দলে নেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা চার ফুটবলার। এই দুই ম্যাচেও গোলবারের নিচে দেখা যাবে না আস্থার প্রতীক হয়ে ওঠা অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, টটেনহামের ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো, টটেনহাম থেকে ভিলারিয়ালে লোনে যাওয়া মিডফিল্ডার জিওভানি লো সেলসো এবং অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েন্দিয়াকে। জায়গা ধরে রেখেছেন ব্রাইটনের অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং প্রথমবারের মতো ডাক পেয়েছেন লা লিগার ক্লাব এলচের স্ট্রাইকার লুকাস বুয়ে। করোনার ধকল কাটিয়ে উঠতে না পারায় গত ফেব্রুয়ারিতে পিএজির অনুরোধে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে আর্জেন্টিনা দলে ছিলেন না মেসি। ওই দুই ম্যাচেই চিলির মাঠে ২-১ গোলে জেতার পর নিজেদের মাঠে কলম্বিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছিল স্কালোনির দল। তবে এবার আকাশি-সাদা জার্সি গায়ে দেখা যাবে সাতবারের ব্যালন ডি অর জয়ী এই তারকাকে।

স্ক্যালোনির দলে গারেঞ্চোসহ ২০ বছরের নিচের পাঁচ ফুটবলার ডাক পেয়েছে। ইন্টারমিলানের ডুয়ো ফ্রাঙ্কো ও ভ্যালেন্টিন কার্বোনি, ভিয়ারিয়াল মিডফিল্ডার টিয়াগো গেরালনিক এবং রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার নিকোলাস পাজ। ১১ বছর পর এফএ কাপের শিরোপা জেতা ম্যান ইউনাইটেডের যুবদলের হয়ে নজর কেড়েছিলেন গারেঞ্চো। সেমিফাইনালে উলভসের বিপক্ষে ৩-০ গোলে জেতার ম্যাচে দারুণ এক গোল করে প্রশংসায় ভাসেন। এখনো ইউনাইটেডের মূল দলে জায়গা হয়নি তার। তবে স্পেনের বয়সভিত্তিক দলে খেলেছেন এই তরুণ।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে থাকা ব্রাজিলের থেকে ৪ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। ১৫ ম্যাচে ১০ জয় ও পাঁচ ড্রয়ে তাদের সংগ্রহ ৩৫ পয়েন্ট।

আর্জেন্টিনা দল :

গোলরক্ষক : ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), হুয়ান মুস্সো (আতালান্তা), জেরোনিমো রুলি (ভিয়ারিয়াল)

ডিফেন্ডার : গনসালো মনতিয়েল (সেভিয়া), হুয়ান ফয়েত (ভিয়ারিয়াল) নাউয়েল মোলিনা (উদিনেজে), হেরমান পেস্সেইয়া (রিয়াল বেতিস), লুকাস মার্তিনেস কুয়ার্তা (ফিওরেন্তিনা), নিকোলাস ওতামেন্দি ( বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেস (আয়াক্স), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স)

মিডফিল্ডার : ফ্রাঙ্কো কারবোনি (ইন্টারমিলান), লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেস (রিয়াল বেতিস), রদ্রিগো দে পল (অ্যাথলেটিকো মাদ্রিদ), এসেকিয়েল পালাসিওস (বেয়ার লেভারকুজেন), লুকা রোমেরা (লাৎসিও), আলেক্সিস মাক আলিসতের (ব্রাইটন), ভালেন্তিন কারবোনি (ইন্টার মিলান), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস পাস (রিয়াল মাদ্রিদ), তিয়াগো জেরালনিক (ভিয়ারিয়াল), মানুয়েল লানসিনি (ওয়েস্ট হ্যাম)

ফরোয়ার্ড : আনহেল কোররেয়া (অ্যাথলেটিকো মাদ্রিদ), মাতিয়াস সুলে (ইউভেন্তুস), লুকাস ওকাম্পোস (সেভিয়া), আনহেল দি মারিয়া (পিএসজি), নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা), হোয়াকিন কোররেয়া (ইন্টার মিলান), লিওনেল মেসি (পিএসজি), লুকাস বোয়ে (এলচে), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান) ও হুলিয়ান আলভারেস (রিভার প্লেট)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App