×

আন্তর্জাতিক

যুদ্ধে অনেক কিছু হারিয়ে এবার আলোচনা চান ইউক্রেন প্রেসিডেন্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২২, ১০:২৫ এএম

যুদ্ধে অনেক কিছু হারিয়ে এবার আলোচনা চান ইউক্রেন প্রেসিডেন্ট

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

যুদ্ধে অনেক কিছু হারিয়ে এবার রাশিয়ার সঙ্গে আলোচনা চান ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। আজ শনিবার (১৯ মার্চ) এক ভিডিওবার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি এ আহ্বান জানান। তিনি বলেন, এখন বৈঠকে বসার সময় এসেছে। এখন আলোচনার সময় এসেছে। আমি সবার কাছে, বিশেষ করে মস্কোর কাছে অন্তত এতটুকুই শুনতে চাই। খবর আল জাজিরার।

ইউক্রেন প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও ন্যায়বিচারের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। অন্যথায় রাশিয়া আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি করেই ছাড়বে।

ভিডিওবার্তায় জেলেনস্কি কিয়েভসহ অন্যান্য শহরে রুশ সেনাদের হামলা এবং মানবিক সাহায্য পৌঁছানোতে প্রতিবন্ধকতা সৃষ্টির নিন্দা জানান। তিনি বলেন, এটা স্বেচ্ছাচার এবং যুদ্ধের অপকৌশল। এই যুদ্ধাপরাধের জন্য তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App