×

জাতীয়

ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুবের মৃত্যুবার্ষিকী আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২২, ০৩:০৭ পিএম

ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুবের মৃত্যুবার্ষিকী আজ

ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুব

৫২র সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুবের মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন তিনি। ১৯৪২ সালে ব্রিটিশবিরোধী ও পাকিস্তান আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে বিভাগোত্তর রাজনীতিতে অংশ নেন।

১৯৪৭ সালে দেশ বিভাগের পর ভাষাসহ সরকারের অন্যান্য বৈষম্যমূলক দিকগুলো জাতির সামনে তুলে ধরেন তিনি। ১৯৫২ সালের ভাষা আন্দোলন পরিচালনার জন্য ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’গঠিত হলে উক্ত পরিষদের আহবায়ক মনোনীত হন এবং আন্দোলন পরিচালনা করেন তিনি।

ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত থাকার কারণে তার বিরুদ্ধে হুলিয়া জারি হলে তিনি জননিরাপত্তা আইনে গ্রেপ্তার হন এবং ১৯৫৩ সালে ছাড়া পান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে তার গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। তিনি একুশে পদকসহ অন্যান্য পদক লাভ করেন।

এই উপলক্ষে আজ শনিবার বরিশালের গৌরনদী উপজেলার কসবা গ্রামে তার কবর ও মসজিদ প্রাঙ্গণে দিনব্যাপী দোয়া এবং ধানমন্ডি তার নিজ বাসভবনে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App