×

চিত্র বিচিত্র

পেরুতে মনিবকে ভালোবেসে সমুদ্রসৈকতে কুকুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২২, ০৩:৫০ পিএম

পেরুতে মনিবকে ভালোবেসে সমুদ্রসৈকতে কুকুর

প্রতীকী ছবি

মনিবভক্ত প্রাণী হিসেবে কুকুরের সুখ্যাতি রয়েছে পৃথিবীজুড়ে। কিন্তু তাই বলে না ফেরার দেশে চলে যাওয়া মনিবকে ভালোবেসে সমুদ্রসৈকতে অবস্থান করতে হবে? বাস্তবে এমন ঘটনা ঘটেছে ইউরোপের দেশ পেরুর পুন্টানেগ্রা সমুদ্রসৈকতে। সেখানে একটি কুকুরকে অবস্থান করতে দেখা যায়। খবর অডিটিসেন্ট্রালের।

জুলি মেজা নামে জনৈক ব্যক্তি একদিন সৈকতে হাঁটছিলেন। হঠাৎ তার চোখে পড়ে একটি কুকুর সমুদ্রে অসহায়ভাবে পড়ে আছে। সিদ্ধান্ত নিলেন কুকুরটির জীবন বাঁচাবেন। তারপর সাঁতরে গেলেন সেখানে। কিন্তু কুকুরটিকে বাঁচাতে গিয়ে নিজেই মরলেন ডুবে। কুকুরটি সবকিছুই দেখেছিলো। আর তাই, তখন থেকে জুলিকেই তার মনিব হিসেবে বরণ করে নেয় কুকুরটি। এখনও সেখানে গেলে কুকুরটিকে দেখা যাবে।

গল্পটি পেরুতে প্রসিদ্ধ। ছেলেবুড়ো সবার মুখে মুখে ফেরে এ গল্প। মনিবকে ভালোবেসে কুকুরের এমন আত্মত্যাগের কাহিনী দেশটির অনেক মানুষের চর্চার বিষয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App