×

খেলা

দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক প্রথম জয় বাংলাদেশের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২২, ০১:২৬ এএম

দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক প্রথম জয় বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকার তিন ব্যাটারকে সাজঘরে ফিরে তাসকিনের উল্লাস

দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক প্রথম জয় বাংলাদেশের

পেসার শরিফুল ইসলামের উল্লাস। ৪৭ রানে ২ উইকেট লাভ করেন তিনি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে টাইগারের মতোই খেলে ঐতিহাসিক ও অবিস্মরণীয় প্রথম জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। ব্যাটিং, বলিং ও ফিল্ডিং তিন বিভাগেই একসঙ্গে জ্বলে উঠলো তামিম বাহিনী।

বাংলাদেশের ৩১৪ রানের জবাবে ব্যাট করতে ২৭৬ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার ইনিংস । ফলে ৩৮ রানে জয় পায় টাইগাররা। এ জয়ের সুবাদে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ । রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ফের মাঠে নামবে দুদল। ওই ম্যাচে টাইগাররা জিততে পারলে সিরিজ নিশ্চিত হবে তামিম ইকবাল বাহিনীর। শুক্রবার প্রোটিয়াদের ইনিংস গুটিয়ে দিতে অগ্রণী ভূমিকা রেখেছেন ৩ টাইগার বোলার । এরমধ্যে দুই পেসার শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ তুলে নেন ৫ উইকেট। স্পিনার মেহেদী হাসান মিরাজ তুলে নিয়েছেন ৪ উইকেট। অপর উইকেটটি তুলে নেন মাহমুদুল্লাহ রিয়াদ। শরিফুল ইসলাম ৪৭ রানে ২ উইকেট, তাসকিন আহমেদ ৩৬ রানে ৩ উইকেট এবং মেহেদী হাসান মিরাজ ৫০ রানে ৪ উইকেট লাভ করেন। প্রোটিয়া ব্যাটসম্যানদের মধ্যে ডুসন ৯৮ বলে ৮৬ , ডেভিড মিলার ৫৭ বলে ৭৯ এবং অধিনায়ক বাভুমা ৫৫ বলে ৩১ রান করেন। যা ছিল উল্লেখ করার মতো।

[caption id="attachment_340689" align="aligncenter" width="700"] পেসার শরিফুল ইসলামের উল্লাস। ৪৭ রানে ২ উইকেট লাভ করেন তিনি[/caption]

শুরুতেই ব্যাট করতে নেমে ৮.৪ ওভারে ৩৬ রান তুলতে ৩ উইকেটে হারিয়ে চাপে পড়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ২ টাইগার পেসার শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ প্রোটিয়াদের তিনটি উইকেট তুলে নিয়েছেন। আজ সেঞ্চুরিয়ানে প্রথম আঘাত হানেন শরিফুল ইসলাম। ১০ বলে ৪ রান করা জানেমন মালানকে সাজঘরে ফেরান তিনি। এরপর জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। কাইল ভেরেইনকে ২১ রানে এবং এইডেন মার্করামকে শূন্য রানে সাজঘরে ফেরান তিনি।

এর আগে দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানে শুক্রবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ৩১৪ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় টাইগাররা। টস হেরে ব্যাট করতে নেমে ওপেন আল লিটন দাস ও তামিম ইকবালের ৯৫ রানের জুটিতে বড় সংগ্রহের যে পূর্বাভাস বাংলাদেশ দিয়েছিল তা অব্যাহত রাখেন সাকিব আল হাসান ও ইয়াসির আলী। চতুর্থ উইকেট জুটিতে সাকিব আল হাসান তরুণ ইয়াসির আলীকে নিয়ে ১১৫ রানের দুর্দান্ত এক পার্টনারশিপ গড়ে তোলেন। যা দক্ষিণ আফ্রিকার মাটিতে যেকোনো ওইকেট জুটিতে টাইগারদের সর্বোচ্চ রানের পার্টনারশিপ। এর আগে ২০১৭ সালে মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস জুটি ৯৩ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আজ প্রথম ম্যাচে টাইগারদের ৩১৪ রানের বড় সংগ্রহে অগ্রণী ভূমিকা রাখেন তামিম ইকবাল, লিটন দাস ,সাকিব আল হাসান ও ইয়াসির আলী। এই চার টাইগার ব্যাটারের মধ্যে শুধুমাত্র তামিম ইকবাল হাফ সেঞ্চুরির দেখা পাননি। অন্য তিনজন হাফ সেঞ্চুরি পূর্ণ করে সাজঘরে ফিরেছেন। তামিম ইকবাল ৬৭ বলে ৪১ রান করে আউট হন। লিটন দাস ৬৭ বলে ৫০, সাকিব আল হাসান ৬৪ বলে ৭৭ এবং ইয়াসির আলী ৪৪ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন। আজকের ম্যাচের মধ্য দিয়ে ২৬ ম্যাচ পর হাফ সেঞ্চুরির দেখা পান সাকিব আল হাসান। অন্যদিকে তরুণ ব্যাটার ইয়াসিন আলী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন। ২৩৯ রানে বাংলাদেশের চার উইকেট পড়ে যাওয়ার পর। পঞ্চম উইকেট জুটিতে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ আফিফ হোসেনকে নিয়ে দলের রানের চাকা সচল রাখার চেষ্টা চালিয়ে যান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে টাইগাররা ৩১৪রান সংগ্রহ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App