×

স্বাস্থ্য

আবারও মৃত্যুশূন্য দেশ, করোনা শনাক্তের হার একের নিচে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২২, ০৫:০৬ পিএম

করোনাভাইরাসে একদিন পরেই ফের মৃত্যুশূন্য দিন পার করল দেশ। সংক্রমণও কমেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা কমতে কমতে মাত্র ৬২ জনে নেমে এসেছে। সর্বশেষ ২০২০ সালের ১১ এপ্রিল এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল। সেদিন মোট ৫৮ জন রোগী শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হারও ১ এর নিচে নেমে এসেছে, শূন্য দশমিক ৮৩ শতাংশ।

শনিবার (১৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।

২০২০ সালের ১১ এপ্রিল থেকে গত দুই বছরে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা সব সময় শতাধিক ছিল। ২০২১ সালে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটের সময় এবং এ বছর ওমিক্রন ধরনের বিস্তারের মধ্যে তা ১৬ হাজারের ঘরও ছাড়িয়েছিল।

টানা তিনটি মৃত্যুহীন দিন কাটানোর পর শুক্রবার দুজনের মৃত্যুর খবর এলেও এরপর ২৪ ঘণ্টা আবার মৃত্যুহীন দিন পার করলো দেশ।

নতুন রোগীদের নিয়ে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৫২৭ জন। আর মহামারীতে মোট মৃত্যুর সংখ্যা আগের দিনের মতোই রয়েছে ২৯ হাজার ১১৪ জনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App