×

খেলা

হাফ সেঞ্চুরি করে বিদায় লিটনের, আউট তামিমও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২২, ০৭:০৯ পিএম

শর্ট বল আশা করছিলেন তামিম। তবে ফিকোয়ার বলটা ছিল নিচু। আড়াআড়ি খেলতে গিয়ে বলের নাগালই পাননি বাংলাদেশ অধিনায়ক, আম্পায়ার বঙ্গানি ইয়েলে দিয়েছেন এলবিডব্লু । তামিম রিভিউ করেছিলেন, তবে বল ট্র্যাকিংয়ে তিনটি মানদণ্ডেই ছিল লাল। ৬৭ বলে ৪১ রান করে ফিরলেন তামিম, ভাঙল ৯৫ রানের উদ্বোধনী জুটি।

এদিকে মহারাজের বলে জায়গা বানিয়ে খেলতে গিয়েছিলেন লিটন। তবে তামিমের উইকেটের মতো এ বলও নিচু হলো বেশ। লিটনও নাগাল পাননি, হারালেন স্টাম্প। প্রথম উইকেট পেলেন মহারাজ।

আগের বলেই ৫০ রান করেছেন লিটন। এ নিয়ে টানা তিনবার ৫০ বা এর বেশি রান করলেন লিটন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে করেছিলেন ১৩৬ ও ৮৬ রান।

এর আগে ১৬ ওভার শেষে বিনা উইকেটে ৫৪ রান করে বাংলাদেশ। মাত্র তৃতীয়বারের মতো উদ্বো‌ধনী জুটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অর্ধ শতক রান করে তামিম-লিটন জুটি।

ইয়ানসেনের বলে তামিম পেয়েছেন বাউন্ডারি। তাতেই দলীয় ৫০ পূর্ণ হয়েছে বাংলাদেশের। সঙ্গে গড়া হলো রেকর্ডও।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটিটি ছিলো ১৫৪ রানের। ২০১৫ সালে চট্টগ্রামে এই রেকর্ড গড়েছিলেন সৌম্য সরকার ও তামিম ইকবাল। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে প্রথম উইকেটে সর্বোচ্চ জুটি ছিল ৪৬ রানের। ২০০৮ সালে বেনোনিতে সে জুটিতেও ছিলেন তামিম ইকবাল। সেসময় তাঁর জুটিতে ছিলেন ইমরুল কায়েস।

এবার লিটনকে সঙ্গে নিয়ে সে রেকর্ড ভাঙলেন তামিম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App