×

খেলা

সাকিবের হাফ সেঞ্চুরির হাফ সেঞ্চুরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২২, ০৮:০২ পিএম

আজ ১৮ মার্চ সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের ৫০ তম সেঞ্চুরি তুলে নেন সাকিব আল হাসান। অনেকদিন ধরে ব্যাটের ছন্দ খুঁজে পাচ্ছিলেন না টাইগার এ অলরাউন্ডার। গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন সাকিব আল হাসান।

এরপর গত ২৫ টি ম্যাচ তিন ফরমেটে ক্রিকেটে কোন হাফসেঞ্চুরির ছিল না সাকিবের। সেঞ্চুরিয়ানে আজ শুক্রবার (১৮ মার্চ ) সেই আক্ষেপ বুঝিয়েছেন এই টাইগার অলরাউন্ডার।

সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকা খেলতে যাবেন কিনা তা নিয়ে অনেক জল ঘোলা হয়েছিল। অবশেষে শেষ মুহূর্তে দলের সঙ্গে যোগ দেন তিনি।

প্রোটিয়াদের বিপক্ষে আজ ক্যারিয়ারের পঞ্চাশতম হাফ সেঞ্চুরি পূর্ণ করে তিনি জানিয়ে দিলেন এখনও ফুরিয়ে যাননি। আজ প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে ২১৮ ওয়ানডে ম্যাচ থেকে সাকিব আল হাসান সংগ্রহ করেছেন ৬৬৬০ রান। এরমধ্যে সেঞ্চুরি রয়েছে ৯। সর্বোচ্চ রানের ইনিংস ১৩৪। আজ সেঞ্চুরিয়ানে ওয়ানডে ক্যারিয়ারের ৫০ তম সেঞ্চুরি তুলে দিতে ৫০ বল মোকাবেলা করে সাকিব আল হাসান ৫৩ রান করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত টাইগার অলরাউন্ডার ৫৮ রানে অপরাজিত রয়েছেন। ৩৯ ওভার অবশেষে ৩ উইকেটে হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০৮ রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App