×

সারাদেশ

চুয়াডাঙ্গায় সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় ২ শ্রমিকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২২, ০৩:৪১ পিএম

চুয়াডাঙ্গায় সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় ২ শ্রমিকের মৃত্যু

শুক্রবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সেপটিক ট্যাংক থেকে উদ্ধারকৃত মৃত শ্রমিকের স্বজনের আহাজারি। ছবি: ভোরের কাগজ

চুয়াডাঙ্গায় সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় ২ শ্রমিকের মৃত্যু

শুক্রবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিককে উদ্ধার করা হয়। ছবি: ভোরের কাগজ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে দুজন নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার (১৮ মার্চ) জেলার আলমডাঙ্গা শহরের আনন্দধাম দাসপাড়ায় এ ঘটনা ঘটে। এ খবর নিশ্চিত করেছেন আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জহির রায়হান।

মৃতদের পরিচয়- পাবনার রাজকুমার দাসের ছেলে নির্মাণ শ্রমিক সাগর দাস (১৬) ও কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রামের আনিছুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২২)।

[caption id="attachment_340619" align="aligncenter" width="700"] শুক্রবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিককে উদ্ধার করা হয়। ছবি: ভোরের কাগজ[/caption]

জহির বলেন, শরিফুল নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করার সময় ভেতরে পড়ে যান। তাকে তোলার জন্য সেপটিক ট্যাংকে নামেন সাগর দাস। পরে তাদের দুজনের কোনো সাড়াশব্দ না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সেপটিক ট্যাংক থেকে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App