×

আন্তর্জাতিক

৯ রুশ সেনার বিনিময়ে মেয়রকে ফিরে পেল ইউক্রেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ০৪:৩১ পিএম

৯ রুশ সেনার বিনিময়ে মেয়রকে ফিরে পেল ইউক্রেন

বৃহস্পতিবার মুক্ত হয়েছেন মেলিটোপোলের মেয়র ফেডোরোভকে মুক্তি দেয় রাশিয়া। ছবি: সংগৃহীত

ইউক্রেন সেনার হাতে আটক ৯ জন রুশ সেনার বিনিময়ে মেলিটোপোল শহরের মেয়র ফেডোরোভকে মুক্তি দিয়েছে রাশিয়া। কিয়েভের এক প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) আনন্দবাজার পত্রিকা এ খবর প্রকাশ করে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইভানকে রুশ সেনাদের মুক্তি দেয়ার খবর জানান। কিন্তু তিনি কীভাবে মুক্তি পেলেন, সে বিষয়ে কিছু জানাননি তিনি। গত সপ্তাহে রুশ সেনার হাতে বন্দি হয়েছিলেন মেলিটোপোলের মেয়র ইভান ফেডোরোভ।

জেলেনস্কির মুখপাত্র দারিয়া জারভানিয়া জানান, ইভান ফেডোরোভকে রুশ সেনাদের হাত থেকে মুক্ত করে আনা হয়েছে। তার বদলে ৯ জন রুশ সেনাকে ফিরিয়েও দেয়া হয়েছে। এসব সেনার জন্ম হয়েছে ২০০২ সাল থেকে ২০০৩ সালের মধ্যে। তারা প্রত্যেকেই তরুণ।

এদিকে আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) কিয়েভ-মস্কো যুদ্ধের ২২ দিন গড়িয়েছে। এরই মধ্যেই ক্রেমলিনের আগ্রাসনের মুখে পড়ে বিপর্যস্ত ইউক্রেন। ইউক্রেনের ১০টি শহর রুশ সেনার দখলে চলে গেছে। আর যুদ্ধ নিয়ে একাধিকবার আলোচনায় বসেছে দুই দেশ। কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি।

যুক্তরাষ্ট্র দাবি করেছে, ২২ দিনের সংঘাতে ইউক্রেনের হাতে নিহত হয়েছেন প্রায় ৭ হাজার রুশ সেনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App