×

আন্তর্জাতিক

পুতিনকে যুদ্ধাপরাধী বললেন বাইডেন, এ বক্তব্য ক্ষমার অযোগ্য: ক্রেমলিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ১০:০২ এএম

পুতিনকে যুদ্ধাপরাধী বললেন বাইডেন, এ বক্তব্য ক্ষমার অযোগ্য: ক্রেমলিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। ছবি: ভোরের কাগজ

পুতিনকে যুদ্ধাপরাধী বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এ বিষয়ে ছেড়ে কথা বলেনি ক্রেমলিনও। তারা বলেছে, বাইডেনের এ বক্তব্য ক্ষমার অযোগ্য।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবারের মতো পুতিনকে যুদ্ধাপরাধী বলেছেন বাইডেন। এর আগে তিনি কখনোই পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে বর্ণনা করেননি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে বুধবার মার্কিন কংগ্রেসে এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে আর্থিক সহায়তা চান। ইতোমধ্যেই বাইডেন ইউক্রেনকে সহায়তায় ১৩৬০ কোটি ডলার প্যাকেজের বিল অনুমোদন করেন। পুতিনকে যুদ্ধাপরাধী বলার মধ্য দিয়ে ইউক্রেনের পক্ষে জোরালো অবস্থান তৈরি করলেন তিনি।

বাইডেনের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বাইডেনের এ বক্তব্য অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য।

এদিকে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালততে (আইসিসি) রাশিয়ার যুদ্ধাপরাধের জন্য তদন্ত করতে বলেছে ইউক্রেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App