×

আন্তর্জাতিক

জাপানে ভূ-কম্পনে নিহত ৪, বিদ্যুৎবিহীন হাজার হাজার বাড়ি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ১২:১৪ পিএম

জাপানে ভূ-কম্পনে নিহত ৪, বিদ্যুৎবিহীন হাজার হাজার বাড়ি

বুধবার জাপানের ফুকুশিমা শহরে শক্তিশালী ভূ-কম্পন হয়। ছবি: ভোরের কাগজ

জাপানের উত্তরপূর্বাঞ্চলে এক শক্তিশালী ভূ-কম্পনে অন্তত ৪ জন নিহত হয়েছেন। ভূমিকম্পের ১০ ঘণ্টা পার হয়ে গেলেও এ অঞ্চলের হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প হয় বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা নিশ্চিত করেছে। খবর বিবিসি, সিএনএন ও রয়টার্সের।

জাপানের আবহাওয়া সংস্থা জানায়, এ ভূমিকম্প ৭ দশমিক ৪ মাত্রায় সংঘটিত হয়। ফুকুশিমা প্রিফেকচারের উপকূলের অদূরে ভূপৃষ্ঠের ৬০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানান, ভূ-কম্পনে ৪ জনের মৃত্যু হয়েছে ও পরবর্তী দুই থেকে তিন দিনের মধ্যে শক্তিশালী আঘাতের সম্ভাবনা থাকায় তার সরকার উচ্চ সতর্কাবস্থায় থাকবে। ভূ-কম্পনে অন্তত ১০৭ জন আহত হয়েছেন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

২০১১ সালের ১১ মার্চ ফুকুশিমায় প্রলয়ঙ্করী ভূকম্পন হয়েছিলো। সেই ভূ-কম্পন ও তৎপরবর্তী সুনামিতে প্রায় ১৮ হাজার মানুষ প্রাণ হারায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App