আজ বৃহস্পতিবার রাত ১০টায় প্রচারিত হবে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের লেখা মুজিব আদর্শের নাটক ‘চেতনা’। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। বিআরবি নিবেদিত নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তন্ময় সোহেল, আশরাফ কবির, অনামিকা, শরীফ প্রমুখ।
নাটকের কাহিনী নিয়ে বলতে গিয়ে টিপু আলম মিলন বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে কেউ যদি বুকে ধারণ করে নিজেকে দেশসেবায় নিয়োজিত করে তাহলে দেশে কোনো অনিয়ম ও দুর্নীতি বাসা বাঁধবে না। বঙ্গবন্ধুর মতোই দেশপ্রেমিক হয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করবে। তখনই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রুপান্তরিত হবে দেশ। এই নাটকের মাধ্যমে সে বিষয়টিই তুলে ধরা হয়েছে। নাটকটি দর্শকরা গ্রহণ করলে সেটাই হবে নাটকের স্বার্থকতা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।