×

শিক্ষা

স্কুল-কলেজে স্থগিত শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ০৮:১৯ পিএম

পুরোদমে স্কুল-কলেজে পাঠদান শুরু হয়েছে। এ জন্য চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে কোনো শিক্ষার্থী যদি সুনির্দিষ্ট কারণে বিদ্যালয়ে সশরীরে অনুপস্থিত থাকে, তাকে শিক্ষা প্রতিষ্ঠানের নিজ ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।

বুধবার (১৬ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, মাউশির আওতাধীন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কোভিড-১৯ মহামারির কারণে চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম পুনরায় নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তবে কোনো শিক্ষার্থী অনুপস্থিতিরি কারণে শিক্ষা ঘাটতি পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠান এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এদিকে দীর্ঘ দুই বছর পর গত মঙ্গলবার আবারও আগের রূপে ফিরেছে শিক্ষাঙ্গণ। শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত স্কুল-কলেজের ক্যাম্পাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App