×

স্বাস্থ্য

বৃহস্পতিবার থেকে মাসব্যাপী বুস্টার ডোজ, দেয়া যাবে ৪ মাস হলেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ১২:৩০ পিএম

বৃহস্পতিবার থেকে মাসব্যাপী বুস্টার ডোজ, দেয়া যাবে ৪ মাস হলেই

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

স্বাধীনতার মাস ও জাতির জনকের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) থেকে মাসব্যাপী শুরু হচ্ছে বুস্টার ডোজ টিকা ক্যাম্পেইন। এ ক্যাম্পেইন চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। এতে টিকার সবগুলো ডোজই দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বুধবার (১৬ মার্চ) জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি বলেন, স্বাস্থ্য বিভাগ তিন কোটি ২৫ লাখ টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দ্বিতীয় ডোজ দেয়ার ছয় মাস পর বুস্টার ডোজ দেয়ার নিয়ম থাকলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে এ বয়সসীমা এখন চার মাসে আনা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App