×

আন্তর্জাতিক

নিষেধাজ্ঞার মধ্যেও বাইডেনের সঙ্গে কথা বলবেন পুতিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ০৮:৪৭ পিএম

ইউক্রেনে হামলা শুরুর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কথা বলেননি। এমনকি যুদ্ধ পরিস্থিতিতে ওয়াশিংটনের নিষেধাজ্ঞার জবাবে জো বাইডেনসহ দেশটির শীর্ষ নেতাদের ওপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। তবে এমন ঘোলাটে পরিস্থিতিতেও রাশিয়ার তরফে বলা হয়েছে, প্রয়োজন হয় তাহলে দুই নেতা ফের যোগাযোগ করতে পারেন। বুধবার (১৬ মার্চ) রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভা এ কথা বলেন। খবর সিএনএনের

নিয়মিত ব্রিফিংয়ে কথা বলার সময় রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভাকে পুতিন ও বাইডেনের মধ্যে যোগাযোগ করার বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হয়।

জবাবে তিনি বলেন, যদি প্রয়োজন হয় পুতিন ও বাইডেনের মধ্যে যোগাযোগ হতে পারে। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে যোগাযোগের পথ বন্ধ হয়ে গেছে।

আগের দিন মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া। এ নিষেধাজ্ঞার কারণে বাইডেন কখনো রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App