×

রাজধানী

ট্রাফিক ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের অধীনে চান মেয়র আতিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ০২:২৭ পিএম

ট্রাফিক ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের অধীনে চান মেয়র আতিক

মেয়র আতিকুল ইসলাম

ট্রাফিক ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের অধীনে চান মেয়র আতিক

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে রিপোর্টার্স ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে মেয়র আতিক। ছবি: ভোরের কাগজ

রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের অধীনে চাইলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বুধবার (১৬ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে রিপোর্টার্স ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

ডিএনসিসি মেয়র বলেন, রাস্তা সিটি কর্পোরেশনের কিন্তু ট্রাফিক পুলিশ অন্য ডিপার্টমেন্টের। এই কারণে কোথাও নিয়ন্ত্রণ থাকছে না। তিনি আরো বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা ডিজিটাইজেশন করতে হবে। মান্ধাতার আমলের ট্রাফিক ব্যবস্থাপনা চলবে না।

এ সময় সংগঠনের সভাপতি আইয়ুব ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থপতি মোবাশ্বের হোসেন। এছাড়া বক্তব্যে রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারন সম্পাদক সাজ্জাদ আলম খান অপু, সাংবাদিক নেতা জাকারিয়া কাজল প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App