×

আন্তর্জাতিক

জাপানে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ১০:০১ পিএম

জাপানে ৭.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শক্তিশালী এ ভূকম্পন প্রবল আঘাত হেনেছে দেশটির উত্তরপূর্বাঞ্চলে। এর পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বুধবার (১৬ মার্চ) এ ভূমিকম্প হয়। তবে ক্ষয়ক্ষতি ও হতাততের কোনো খবর তাৎক্ষণিকভাবে জানা যাযনি।  খবর আনাদোলুর।

খবরে বলা হয়, এ ভূমিকম্প ছিল ৭.৩ মাত্রার। মিয়াগি ও ফুকুশিমায় আঘাত হেনেছে এটি।

ইউএসজিএসও জানায়, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৩। বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৩৫ মিনিটে এটি আঘাত হানে।

ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ফুকুশিমায় অবস্থিত। এখানে ২০১১ সালে ভূমিকম্পে মারত্মক বিপর্যয়ের সৃষ্টি করেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App