×

সম্পাদকীয়

ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয়ে : নারী ক্রিকেট দলকে অভিনন্দন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ০২:২২ এএম

আমাদের নারী ক্রিকেটাররা পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের ইতিহাস গড়লেন। দেশের খেলাধুলার উজ্জ্বল অধ্যায়ে নারীশক্তির এই উত্থানে আপ্লুত আঠারো কোটি বাংলাদেশি। কীর্তিগড়া মেয়েদের অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, আশা করছি জয়ের এ ধারা অব্যাহত থাকবে। আমাদের প্রাণঢালা অভিনন্দন নারী ক্রিকেট দলকে। ছেলেদের ক্রিকেটে প্রথম বিশ্বকাপে ১৯৯৯ সালে স্কটল্যান্ডকে হারানোর পর পরাক্রমশালী পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। মেয়েরাও প্রথম বিশ্বকাপে হারাল পাকিস্তানকে। নারী ক্রিকেটের বিশ্বকাপ ইতিহাসে এটিই প্রথম জয়। টানা দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেলেন নিগার-সালমা-জোতি-জাহানারারা। ৯ রানের এই শ্বাসরুদ্ধকর জয়ে স্বস্তি বাংলাদেশের মেয়েদের। গত সোমবার নিউজিল্যান্ডের হ্যামিল্টনে নিজেরা ২৩৪ রান তুলে, লেগ স্পিন জুটি ফাহিমা খাতুন ও রুমানা আহমেদের ঘূর্ণিতে পাকিস্তানকে ২২৫ রানে বেঁধে উল্লাসে মাতেন। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে এই ম্যাচকে ঘিরেই বাংলাদেশের আশা ছিল সবচেয়ে বেশি। সম্ভাবনাগুলো ব্যাটে-বলে পূর্ণতা পেল মাঠের ক্রিকেটে। ওয়ানডেতে সবচেয়ে বেশি জয় পাকিস্তানের বিপক্ষে। এ নিয়ে টানা তিন ওয়ানডেতে পাকিস্তানকে হারাল বাংলাদেশ। আত্মবিশ্বাস ছিল বিশ্বকাপের ম্যাচেও পারবে। প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান সবচেয়ে পুরনো বাংলাদেশের। ২০১৪ সালে প্রথম ওয়ানডে খেলেছিলেন লাল-সবুজ প্রতিনিধিরা পাকিস্তানের বিপক্ষে এবং সে ম্যাচ জিতেছিলেন। গত নভেম্বরে জিম্বাবুয়েতে বাছাই পর্ব পেরিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল যখন প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে তখন থেকেই উচ্ছ¡াসে ভাসছিলেন জাহানারা আলম, সালমা খাতুনরা। আগামী ১৮ মার্চ বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। ৩ খেলায় ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে বাংলাদেশ। আর চার খেলায় সব হেরে টেবিলের তলানিতে পাকিস্তান। তিন খেলায় সব জিতে ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে অস্ট্রেলিয়া। খেলাধুলা থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের নারীরা পিছিয়ে রয়েছে। এ অবস্থায় ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। এতে করে কর্মকর্তাদের দায়িত্ব বাড়ল। অর্জিত সম্মান ও সবার প্রত্যাশা রক্ষার দায় এখন তাদের। বিসিবি নারীদের জন্য পুরস্কার ঘোষণা করেছে। শুধু পুরস্কার নয়, বিসিবি এখন নারী ক্রিকেটারদের সার্বিক উন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির কাজে যথাযথ পরিকল্পনা ও অর্থায়ন করবে। পাশাপাশি বিশ্বমানের কোচিং স্টাফ নিয়োগ নিশ্চিত করতে গুরুত্ব দেবে বলে প্রত্যাশা করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App