গুরুদাসপুরে ঐতিহ্যের বউ মেলায় শাশুড়ি-ননদদের উপচেপড়া ভিড়

আগের সংবাদ

নিষেধাজ্ঞার মধ্যেও বাইডেনের সঙ্গে কথা বলবেন পুতিন

পরের সংবাদ

ইউক্রেনের পাশে দাঁড়াল ঢাকায় নিযুক্ত ১৩ রাষ্ট্রদূত

প্রকাশিত: মার্চ ১৬, ২০২২ , ৮:৪৬ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৬, ২০২২ , ৮:৪৬ অপরাহ্ণ

ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছেন ঢাকায় ১৩টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকরা। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন তার টুইটার অ্যাকাউন্ট বুধবার এ সংক্রান্ত একটি ছবি প্রকাশ করেছে। সেই ছবিতে ১৩ জন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে ইউক্রেনের পতাকার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ব্রিটিশ হাইকমিশন ওই ছবি প্রকাশ করে লিখেছে, পৃথিবীর ১৪১ দেশ, যারা জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার অবৈধ ও উসকানিবিহীন আগ্রাসনের প্রতি নিন্দা জানিয়ে ভোট দিয়েছে, এবং বাংলাদেশে অবস্থিত ১৩টি দেশের রাষ্ট্রদূত ইউক্রেনকে সমর্থন করে।

জাতিসংঘে সাধারণ পরিষদে ইউক্রেন ইস্যুতে প্রস্তাবের ওপর ভোটে যে কয়টি দেশ পক্ষে বা বিপক্ষে ভোট না দিয়ে ‘অ্যাবস্টেইন’ (পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান না নেওয়া) ভোট দিয়েছে বাংলাদেশ তার অন্যতম।

এসএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়