×

জাতীয়

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ গুণী ও এক প্রতিষ্ঠান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ১২:০৭ পিএম

জাতীয় পর্যায়ে গৌরবজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ১০ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দিচ্ছে সরকার। মঙ্গলবার (১৫ মার্চ) সরকারি এক আদেশে এ তথ‍্য জানানো হয়।

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন-স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ, মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন ও মরহুম সিরাজুল হক; চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম, সাহিত্যে প্রয়াত মো. আমির হামজা, স্থাপত্যে প্রয়াত স্থপতি সৈয়দ মাইনুল হোসেন এবং গবেষণা ও প্রশিক্ষণে বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউট।

পুরষ্কারপ্রাপ্তদের মধ‍্যে মরহুম সিরাজুল হক হচ্ছেন- বর্তমান আইন মন্ত্রীর বাবা। চিকিৎসাবিদ‍্যায় যে দুজন চিকিৎসক পুরষ্কার পেয়েছেন তারা দুজনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App