×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা দিল রাশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ০৯:২২ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ দেশটির শীর্ষ নেতা ও বিভিন্ন সংস্থার প্রধানদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। মঙ্গলবার (১৫ মার্চ ) রাতে রুশ গণমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, প্রতিরক্ষামন্ত্রণালয় পেন্টাগন ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-এর প্রধানসহ যুক্তরাষ্ট্রের নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।

রাশিয়া ঘোষিত এ নিষোধাজ্ঞার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী টনি ব্লিংকেন ছাড়াও আরও দশ প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

তাদের মধ্যে আছেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লইড অস্টিন, জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যানম্যান জেনারেল মার্ক মিলে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস, হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি জেন সাকি, সারেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, বাইডেনের ছেলে হান্টারসহ আরও অনেকে।

মস্কো জানায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ রাশিয়ার শীর্ষ নেতা ও ধনকুবেরদের ওপর নিষেধাজ্ঞার পাল্টা জবাবে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App