×

রাজধানী

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে সিপিবির বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ০৭:৫৪ পিএম

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে সিপিবির বিক্ষোভ

মঙ্গলবার ‘দাম কমাও, জান বাঁচাও’ দাবিতে সিপিবি বিক্ষোভ সপ্তাহের ৫ম দিনে সিপিবি নারী শাখা (উত্তর) এর উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। ছবি: ভোরের কাগজ

চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিষের দাম কমানোর দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি।

মঙ্গলবার (১৫ মার্চ) ‘দাম কমাও, জান বাঁচাও’ দাবিতে সিপিবি বিক্ষোভ সপ্তাহের ৫ম দিনে সিপিবি নারী শাখা (উত্তর) এর উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী শাখার সম্পাদক রত্না সরকারের সভাপতিত্বে ও লাকী আক্তারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখে সিপিবির কেন্দ্রীয় নেতা অধ্যাপক কাবেরী গায়েন,  ঢাকা উত্তর কমিটির সাধারণ সম্পাদক  লূনা নূর, লাভলী হক। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিবির ঢাকা মহানগর উত্তরের সভাপতি ডা. সাজেদুল হক রুবেল, মোসলেহ উদ্দিন, মোতালেব হোসেন, জাহিদুল ইসলাম সজীবসহ অন্যন্য নেতারা।

বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিষের দাম যেন পাগলা ঘোড়ার মতন দফায় দফায় বাড়ছে। তেল চাল ডাল সবজি পেঁয়াজের দাম যেমন বাড়ছে, থেমে নেই অন্যান্য জিনিসপত্রের দাম। সেইসাথে গ্যাস-পানি-বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা করছে সরকার। করোনা অভিঘাত থেকে মানুষ বের হতে পারছে না। অর্থনৈতিক মন্দা চলছে। দেড় কোটি লোক নতুন করে দারিদ্র্য সীমার নিচে চলে গেছে, আর এই আওয়ামী লীগ সরকার সিন্ডিকেট করে মানুষকে মেরে ফেলার পাঁয়তারা শুরু করেছে। উল্টো মানুষকে পেঁয়াজ তেল ছাড়া রান্না করার আহ্বান জানাচ্ছে। এ এক নির্মম রসিকতা বলে মন্তব্য করেন তারা।

বক্তারা বলেন, সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছে এখন ভাতের অধিকারও কেড়ে নিচ্ছে। এটা আর চলতে দেয়া যায় না। অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার জন্য কঠোর হাতে সিন্ডিকেট দমন করতে হবে। রেশনিং ব্যবস্থাসহ গরিব মানুষের জন্য গণবণ্টন ব্যবস্থা চালু করতে হবে। দুর্নীতি, কালেবাজারী, মজুতদারদের জিরো টলারেন্স দেখাতে হবে। তারা পর্যাপ্ত ন্যায্য মূল্যের দোকান ও রেশনিং চালুর দাবি জানান। সকলের কাজের ব্যবস্থা করাসহ প্রয়োজনে অতি দরিদ্রদের আর্থিক সহায়তা দেবার দাবি জানান।

সিপিবি নারী নেত্রীরা দাম কমাও, মানুষ বাচাঁও দাবিতে আগামী ২৮ মার্চের বাম গণতান্ত্রিক জোটের আহূত অর্ধদিবস হরতাল সফল করতে জনগণকে রাজপথে নেমে আসার জন্য আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App