×

আন্তর্জাতিক

দোনেৎস্কে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৩, কিয়েভকে দুষছে মস্কো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ১২:২৮ এএম

দোনেৎস্কে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৩, কিয়েভকে দুষছে মস্কো

একটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দোনেৎস্ক শহরের উপর দিয়ে ভূপাতিত করা হয়েছে

ইউক্রেনের দোনেৎস্কে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রাণলয় এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন। যদিও ইউক্রেন এই অভিযোগ অস্বীকার করেছে।

সোমবার (১৪ মার্চ) এই তথ্য ওঠে আসে বিবিসির প্রতিবেদনে। তবে রাশিয়ার এই দাবির ব্যাপারে বিবিসি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। যদিও এদিন সকালে দোনেৎস্কে ক্ষেপণাস্ত্র হামলার খবর শোনা গিয়েছিল বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ক্রেমলিন বলছে, বেসামরিক নাগরিকদের ওপর এই ধরনের হামলা খুবই দুঃখজনক। মনে হচ্ছে ইউক্রেনের নেতারা দেশটির সেনাবাহিনীকে হামলার নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত দোনেৎস্ক ইউক্রেনের পূর্ব দিকের অঞ্চল, যেখানে ২০১৪ সালের পর থেকে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের বাহিনী সংঘাতে লিপ্ত। গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশের মাত্র কয়েকদিন আগে দোনেৎস্ককে স্বাধীন ঘোষণা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App