×

সারাদেশ

দাউদকান্দিতে বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ০৫:৫১ পিএম

দাউদকান্দিতে বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২০

মঙ্গলবার দুপুরে মহাসড়কের ঢাকাগামী লেনে ধীতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: ভোরের কাগজ

দাউদকান্দিতে বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২০
দাউদকান্দিতে বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২০
দাউদকান্দিতে বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২০

ফাইল ফটো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় বাস চালকসহ অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার সময় মহাসড়কের ঢাকাগামী লেনে ধীতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বাস চালক শহিদ মিয়া (৪৫) সহ ৬ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। চালক শহিদ মিয়ার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একুশে এক্সপ্রেস নামের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ধীর গতিতে চলা কাভার্ডভ্যানের পিছনের অংশে ধাক্কা দিলে একই সময় পিছন থেকে আসা আরেকটি প্রাইভেটকার বাসটির সঙ্গে ধাক্কা খায়। এতে বাস ও প্রাইভেটকারে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং কাভার্ডভ্যানটি সড়কের ডান পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় বাস এবং প্রাইভেটকারের চালক ও যাত্রীসহ কমপক্ষে ২০ জন আহত হয়।

স্থানীয় উদ্ধারকারী শরীফুল ইসলাম বলেন, আমি পাশের মৎস্য প্রকল্পে কাজ করছিলাম, বিকট শব্দ শুনে দাঁড়িয়ে দেখি এ ঘটনা। দৌঁড়ে এসে আহতদের উদ্ধার শুরু করি। এরপর অনেক লোকজন আসলেও তারা লাইভ ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে যায়। এমনকি বাসের চালককে উদ্ধার করতে কারো সহযোগিতা পাইনি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

প্রাইভেটকারের ভিতরে থাকা আমেরিকান বার্গার এর মালিক আহত মমিন মিয়া (৬৫) বলেন, নিজ বাড়ি কুমিল্লা থেকে ঢাকায় যাচ্ছিলাম। হঠাৎ করে সামনে থাকা বাসটি বিকট শব্দে থেমে গেলে আমার গাড়ীর চালক কন্ট্রোল করতে না পেরে বাসের পিছনে ধাক্কা মেরে দেয়। এতে আমার প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহুরুল হক বলেন, দুপুর আড়াইটার সময় দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক আমরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তবে অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App