×

জাতীয়

ঢাকা সার্কুলার রেলপথ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের সুপারিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ০৫:০১ পিএম

ঢাকা সার্কুলার রেলপথ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের সুপারিশ

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সদস্যরা। ছবি: ভোরের কাগজ

ঢাকা সার্কুলার রেলপথ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের সুপারিশ

ঢাকা সার্কুলার রেলপথ নির্মাণ প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের সুপারিশ করেছে জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সাথে ঢাকা-চট্টগ্রাম হাইস্পিড রেলপথ নির্মাণ প্রকল্পের বিষয়ে  প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ও নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নিতে সুপারিশ করে স্থায়ী কমিটি।

মঙ্গলবার (১৫ মার্চ) জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের ১ নম্বর স্থায়ী কমিটি কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি, শফিকুল আজম খাঁন এমপি ও নাদিরা ইয়াসমিন জলি এমপি বৈঠকে অংশ নেন।

বৈঠকে জানালীহাট-চুয়েট-কাপ্তাই রেলপথ নির্মাণ প্রকল্প, ধীরাশ্রম কন্টেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্প, আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণের সর্বশেষ অবস্থা, ঢাকা সার্কুলার রেলপথ নির্মাণ প্রকল্প, ঢাকা-চট্রগ্রাম হাইস্পিড রেলপথ নির্মাণ প্রকল্প এবং আখাউড়া-সিলেট সেকশনের মিটারগেজ লাইনকে ডুয়েলগেজে রূপান্তর প্রকল্পের অগ্রগতিসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। কমিটির সদস্যরা এসব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার ওপর জোর দিয়েছেন।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App