×

আন্তর্জাতিক

জরুরি বৈঠকে বসছে ন্যাটো, ইউরোপে যেতে পারেন বাইডেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ১০:৪৮ এএম

জরুরি বৈঠকে বসছে ন্যাটো, ইউরোপে যেতে পারেন বাইডেন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)

জরুরি বৈঠকে বসছে ন্যাটো, ইউরোপে যেতে পারেন বাইডেন

প্রতীকী ছবি

ইউক্রেন ন্যাটোর সদস্য দেশ নয়। কিন্তু রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের মূলে রয়েছে কিয়েভের ন্যাটো ঘনিষ্ঠতা। এমনই অভিযোগ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। যদিও অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করা ছাড়া এখন পর্যন্ত ইউক্রেনকে সহযোগিতায় অন্য কোনো পদক্ষেপ নেয়নি ন্যাটো।

যতদিন যাচ্ছে, ইউক্রেনে রাশিয়ার হামলা ততই ভয়ংকর মোড় নিচ্ছে। কিয়েভ দখলের পথে আরও অগ্রসর হয়েছে মস্কো। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জরুরি বৈঠকে বসতে চলেছে ‘নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)’। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি আগামী সপ্তাহেই ইউরোপ সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর আনন্দবাজার পত্রিকার।

ইউক্রেন ন্যাটোর সদস্য দেশ নয়, সহযোগী দেশ। কিন্তু ইউক্রেনে রাশিয়ার হামলার মূলে রয়েছে কিয়েভের ন্যাটো ঘনিষ্ঠতা। এমনই অভিযোগ ক্রেমলিনের। যদিও অস্ত্রশস্ত্র দেয়া ছাড়া এখন পর্যন্ত ইউক্রেনকে সহযোগিতা করতে অন্য পদক্ষেপ নেয়নি ন্যাটো। তা নিয়ে কটাক্ষ করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ প্রেক্ষিতেই এবার জরুরি বৈঠকে বসতে পারে ন্যাটো। সূত্রের খবর, আগামী সপ্তাহে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ নিয়ে জরুরি বৈঠকে বসতে পারে ন্যাটোর সদস্য দেশগুলো।

একই সময় ইউরোপ সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। এখনও দিনক্ষণ স্থির না হলেও, আগামী সপ্তাহের শুরুতে ইউরোপ যেতে পারেন তিন।

এদিকে ইউক্রেনে ক্রমেই অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী রুশ জনতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি বলেছেন, আমি রাশিয়ার সেসব বাসিন্দার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, রাশিয়ার হামলার প্রতিবাদ জানাতে যারা ভয় পাননি।

এ পরিস্থিতিতে ন্যাটোর বিশেষ বৈঠকে কি ইউক্রেনকে সামরিক সহযোগিতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হবে? মার্কিন প্রেসিডেন্টে জো বাইডেনের ইউরোপ সফরে কি যুদ্ধ পরিস্থিতি অন্যদিকে মোড় নেবে? এ দুটো প্রশ্নের সামনে এখন দাঁড়িয়ে আছে বিশ্ব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App