×

জাতীয়

ভোজ্যতেলসহ আমদানি পণ্যের শুল্ক কমাতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ০১:০৭ পিএম

ভোজ্যতেলসহ আমদানি পণ্যের শুল্ক কমাতে নির্দেশ প্রধানমন্ত্রীর

সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

ভোজ্যতেলসহ আমদানি পণ্যের শুল্ক কমাতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ফাইল ফটো

ভোজ্য তেলসহ আমদানি পণ্যের শুল্ক কমিয়ে আনতে মন্ত্রিসভাকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিবালয়ে মন্ত্রিসভার এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, তেলের আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কতটা কমিয়ে আনা যায় সেটি জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) খতিয়ে দেখার নির্দেশনা দেয়া হয়েছে। বৈঠকে দ্রুত তা কার্যকরের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

পরিত্যক্ত সম্পত্তি আইন চূড়ান্ত অনুমোদন

সচিবালয়ে পরিত্যক্ত সম্পত্তি আইনের চূড়ান্ত অনুমোদন করেন প্রধানমন্ত্রী। এ আইন অনুযায়ী আদালতের রায়ে যুদ্ধাপরাধী ঘোষিত ব্যক্তির বাড়ি ও সম্পত্তি জব্দের নির্দেশনা দেয়া হলে সেসব পরিত্যক্ত সম্পত্তি হিসেবে পরিগণিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App