×

সারাদেশ

নড়াইলে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ১২:১১ পিএম

নড়াইলে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

সোমবার দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো.মশিয়ার রহমান কারাদণ্ডের এ আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- মো. ফয়সাল হোসেন, সাব্বির হোসেন মোল্লা (পলাতক) ও সুমন হোসেন মোল্লা। ছবি: ভোরের কাগজ

নড়াইলে মাদক মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। সোমবার (১৪ মার্চ) দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো.মশিয়ার রহমান এ আদেশ দেন। এ সময় ৩০ হাজার টাকা জরিনানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন- যশোরের বাঘারপাড়ার কিসমত মাহমুদপুরের মো. ফয়সাল হোসেন, সাব্বির হোসেন মোল্লা (পলাতক) এবং সুমন হোসেন মোল্লা।

মামলা বিবরণে জানা যায়, গোয়েন্দা পুলিশের এসআই রেজাউল করিমের নেতৃত্বে নড়াইল পৌরসভার যশোর-নড়াইল সড়কের মুলিয়া মোড়ের পিয়ারী বটতলায় ২৮ জুন ২০১৫ সালে মাদক উদ্ধার পরিচালনার সময় যশোর থেকে আগত একটি মোটর সাইকেল গতিরোধ করে তিন যাত্রীকে তল্লাশি করে কিছু না পাওয়ায়, তাদের ব্যবহারকৃত মোটরসাইকেল তল্লাশি করে মোটরসাইকেলে প্লাষ্টিকের ব্যাগে রাখা ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App