×

রাজনীতি

নতুন ভোটারদের উজ্জিবিত করতে নেতাকর্মীদের নির্দেশ নানকের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ১১:০৫ পিএম

নতুন ভোটারদের উজ্জিবিত করতে নেতাকর্মীদের নির্দেশ নানকের

সোমবার মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। ছবি: ভোরের কাগজ

আগামী নির্বাচনকে সামনে রেখে নতুন প্রজন্মের ভোটারদের দলে টানতে কাজ করে যাওয়ার জন্য দল ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘নতুন ভোটারদের উজ্জিবিত করতে হবে।’

সোমবার (১৪ মার্চ) মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় তিনি এমন নির্দেশ দেন।

নানক বলেন, ‘প্রায় ১৩ বছর আমরা ক্ষমতায় রয়েছি। এ সময় আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। নেতৃত্বের প্রতিযোগীতা থাকতে পারে। সেই প্রতিযোগীতা যেন প্রতিহিংসায় পরিণত না হয়।’

নতুন ভোটদের টানতে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কিভাবে আত্নবিশ্লেষণ করে এই বিষয়টি কিন্তু আপনাদের শিখতে হবে। ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগকে সংগঠিত করতে হবে। ছাত্রলীগ করবেন, সংগঠিত করবেন না, এখানে বসে নেতাগিরি করবেন সেটা হতে দেওয়া হবে না। যুবলীগ-ছাত্রলীগকে মনে রাখতে হবে নতুন একটি তরুণ প্রজন্ম ভোটাধিকার পেয়েছে। তাদের বিচ্ছিন্ন রেখে আমাদের পথ চলা নয়। তাদের সম্পৃক্ত করতে হবে আওয়ামী লীগের আদর্শের সঙ্গে, স্রোতধারার সঙ্গে। তাদের উজ্জিবিত করতে হবে। এই মৌলভিবাজার চায়ের জন্য বিখ্যাত। এখানকার চা শ্রমিকদের সংগঠনিক করতে হবে।’

স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্রের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে যুদ্ধাপরাধী গোলাম আযমের বিতরণ করছে বলে দাবি করেন নানক। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে নানক বলেন, ‘আমরা চুপ করে বসে থাকলে আমাদের বিরোধী যারা, যারা স্বাধীনতাকে ধ্বংস করে দিতে চায়, তারা কিন্তু চুপ করে বসে নেই। পঞ্চগড়ে কোমলমতি শিশুদের বনভোজনে নিয়ে প্রায় ১’শ শিশুকে গোলাম আযমের বই হাতে তুলে দেওয়া হয়। তাদের ছাত্রশিবির শিক্ষা গ্রহণ করায়।’

তিনি বলেন, ‘একেবারে ভাবার কোনো কারণ নেই যে আমাদের সামনে কোনো বিরোধীদল নেই। যে আমাদের সামনে কেউ নেই। ওরা চুপি সারে- গোপনে সংগঠিত হয়।’

বিএনপি-জামায়াত এখনও ষড়যন্ত্র করছে দাবি করে তিনি বলেন, ‘ওরা এখনও ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। এ জন্য শক্তিশালী দল ছাড়া আমাদের কাছে বিকল্প কোনো পথ নেই।’

আওয়ামী লীগের আরেক সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর দেখানো পথেই হাঁটতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকেও শক্তিশালী করতে হবে। সারাদেশে ভোটারদের ঘরে ঘরে বিগত দিনে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন জনগণের সামনে তুলে ধরলে আওয়ামী লীগকে আবারো দেশের জনগণ ক্ষমতায় আনবে।’

বিএনপি-জামায়াত দেশে রাজনীতি করলেও তারা মনে করেন পাকিস্তানি উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ‘বিএনপির জানে নির্বাচনের মাধ্যমে তারা এ দেশের ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা নানা টালবাহানায় নির্বাচন থেকে সরে যায়। তাদের মূল লক্ষ্য আওয়ামী লীগ সরকার হটিয়ে পাকিস্তানি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তাই তারা আবারো ষড়যন্ত্র শুরু করেছে। তাদের এই ষড়যন্ত্র প্রতিহত করতে হলে তৃণমূল থেকে দলকে ঐক্যবদ্ধ হতে হবে।’

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, সদস্য মুশফিকুর রহমান চৌধুরী, আজিজুস সামাদ আজাদ ডনসহ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App