×

জাতীয়

ভোজ্যতেল মজুদ প্রতিরোধে টাস্কফোর্স হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ০৬:২৫ পিএম

দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে মন্ত্রীপরিষদ বিভাগের আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মূল্য বৃদ্ধির লাগাম টেনে ধরতে ভোজ্যতেল মজুদকারীদের প্রতিরোধে টাস্কফোর্স গঠন করা হবে। পন্যমজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা। ওিএমএসের কার্যক্রম বাড়ানো হবে। সয়াবিন তেলের দাম সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করছে সরকার। নিত্যপণ্যের ওপর ভ্যাট-ট্যাক্স তুলে নেয়ার কথা ভাবা হচ্ছে।

রবিবার (১৩ মার্চ) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে এদিন বিকেল ৪টার দিকে সরকারের শীর্ষ পর্যায়ের জরুরি এ বৈঠক শুরু হয়। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সভা করেন তারা।

দেশের দ্রব্যমূল্য পরিস্থিতি ও বাজার পর্যালোচনা করতে এই বৈঠকে ছিলেন সরকারের চার মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে করণীয় সম্পর্কে আলোচনা হয় এ বৈঠকে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বৈঠকে যোগ দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং পুলিশপ্রধান বেনজীর আহমেদসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App