×

জাতীয়

তুষারপাতে ফ্লাইট বাতিল, হাদিসুরের মরদেহ আসছে না আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ১০:২৯ এএম

তুষারপাতের কারণে ফ্লাইট বাতির হওয়ায় দেশে আসছে না হাদিসুরের মরদেহ। আজ রবিবার (১৩ মার্চ) এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে আজ রবিবার দুপুর দুইটার দিকে হাদিসুর রহমানের মরদেহ দেশে আসার বিষয়টি জানানো হয়।

গত ২ মার্চ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর ২৯ জন ক্রু নিয়ে ইউরোপের অলভিয়া বন্দরে আটকা পড়ে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজ। রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান এবং জাহাজে থাকা অন্য ২৮ জন নাবিক বেঁচে যান। গত বৃহস্পতিবার জাহাজটি থেকে তাদের সরিয়ে নেয়া হয়।

এরপর হাদিসুরের মরদেহ ও বেঁচে যাওয়া ২৮ জন নাবিককে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উদ্ধার করা হয়। ৫ মার্চ বাংলাদেশ সময় দুপুরে ইউক্রেনের অলভিয়া বন্দর সংলগ্ন বাঙ্কার (শেল্টার হাউজ) থেকে বেরিয়ে মলদোভার পথে যাত্রা শুরু করেন তারা।

গত ৬ মার্চ বেলা ১১টার দিকে তারা ইউক্রেন সীমান্ত পেরিয়ে মলদোভা হয়ে দুপুরের পর রোমানিয়া পৌঁছান। এরপর গত বুধবার ২৮ নাবিক রোমানিয়ার রাজধানীতে বুখারেস্ট বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে ঢাকায় ফেরেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App