×

আন্তর্জাতিক

কিয়েভ দখলের দ্বারপ্রান্তে রাশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ০২:০৮ পিএম

কিয়েভ দখলের দ্বারপ্রান্তে রাশিয়া

ইউক্রেনের মানচিত্র

কিয়েভ দখলের একেবারেই দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে রুশ বাহিনী। এ মুহূর্তে তারা কিয়েভের খুব কাছে অবস্থান করছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

রুশবাহিনী এখন কিয়েভ থেকে ২৫ কিলোমিটার দূরে আছে। এছাড়া ইউক্রেনের রাজধানীর আশেপাশে জোরদার হামলা করছে তারা।

কিয়েভ ছাড়া আরও কয়েকটি অঞ্চলে হামলা করেছে রুশ বাহিনী। ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ড সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রুশ সামরিক বাহিনী। এলভিভ শহরের ইয়াভোরিভ সামরিক ঘাঁটিতে সকালে বিস্ফোরণ হলেও সেখানে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।

রাশিয়ার টার্গেট ইউক্রেনীয় সেনারা: যুক্তরাজ্য

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাশিয়া ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলতে চেষ্টা করছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানায়, রাশিয়া দ্রুতগতিতে কিয়েভের দিকে এগোচ্ছে। তারা ওডেসা পথ ধরে কিয়েভের দিকে এগোচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App