×

জাতীয়

করোনার নতুন ধরন আসতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ০৩:৫১ পিএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আছে। বর্তমানে দেশের ৭৫ শতাংশ মানুষ করোনা টিকার আওতায় এসেছে। তবে করোনা এখনো চলে যায়নি। নতুন ধরন যে কোন সময় আসতে পারে। তাই আগামী দিনেও আমাদের প্রস্তুত থাকতে হবে।

রবিবার (১৩ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকা কার্যক্রম ভালোভাবে হওয়ায় করোনা নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে ৭৫ শতাংশ মানুষ করোনা টিকার আওতায় এসেছে।

তিনি আরও বলেন, টিকার জন্য ইউরোপ-আমেরিকায় চেষ্টা করেছিলাম, কিন্তু সাড়া পাইনি। তখন চীন ৩ মাসের মধ্যেই ৭ কোটি টিকা দিয়েছিল। পর্যাপ্ত করোনা টিকা পাওয়ার কারণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিয়েও কথা বলেছেন মন্ত্রী। তিনি বলেন, এ ঘটনা তদন্তে আমরা কমিটি করে দিয়েছি। কেউ দোষী প্রমাণ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App