×

আন্তর্জাতিক

‘ব্যবসায়ীদের সম্পদ বাজেয়াপ্ত রাশিয়াকে শত বছর পিছিয়ে দেবে’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২২, ০৩:০৬ পিএম

‘ব্যবসায়ীদের সম্পদ বাজেয়াপ্ত রাশিয়াকে শত বছর পিছিয়ে দেবে’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রুশ ধনকুবের ভ্লাদিমির পোতেনিন। ফাইল ছবি

কিয়েভের ওপর মস্কোর আগ্রাসনের ফলে রাশিয়া ছেড়ে পশ্চিমা ব্যবসায়িক সংস্থার মালিক ও ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্তের সিদ্ধান্ত রাশিয়াকে আরও শত বছর পিছিয়ে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নরিলস্ক নিকেলের মালিক ভ্লাদিমির পোতানিন। তিনি বলেন, রাশিয়া পশ্চিমা সংস্থা ও বিনিয়োগকারীদের দেশে ঢোকার পথ বন্ধ করলে ১৯১৭ সালের রুশ বিপ্লবের অশান্ত দিনগুলিতে ফিরে যেতে হতে পারে।

রাশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি আরও বলেন, অনেক বিদেশি সংস্থা রাশিয়ায় নিজেদের কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আমার মতে, আবেগের বশে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে অথবা তারা চাপে পড়ে এ সিদ্ধান্ত নিয়েছে। আমার বিশ্বাস, তারা আবার রাশিয়ায় ব্যবসা করতে ফিরে আসবে। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রসঙ্গত, ভ্লাদিমির পোতানিনকে বলা হয় রাশিয়ার ‘বিল গেটস’। চলতি বছর নরিলস্ক নিকেলের শেয়ারবাজারে এক-চতুর্থাংশ দরপতন সত্ত্বেও তিনিই সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে রয়ে গেছেন। পাশাপাশি মস্কো-কিয়েভ সংঘাত শুরুর ফলে তার সংস্থা চলতি মাসে লন্ডনে নিজেদের শেয়ারের ৯০ শতাংশ হারিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App