×

আন্তর্জাতিক

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৭ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২২, ১২:২০ পিএম

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৭ জনের মৃত্যু

শুক্রবার দিল্লির গোকুলপুরী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। ছবি: সংগৃহীত

দিল্লির গোকুলপুরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন নিহত হয়েছেন। আগুনে ক্ষতিগ্রস্ত ৩০টি ঝুপড়ি। নিমেষে ভস্মীভূত হয় বাড়িগুলো।

রাতের অন্ধকারে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল দিল্লির গোকুলপুরী এলাকায়। সেখানে ঝুপড়িতে আগুন লাগার ঘটনায় সাতজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। দিল্লির দমকল জানিয়েছে, রাত একটার দিকে তারা ফোন পেয়েছে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে। ততক্ষণে আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে যায় ৬০টি ঝুপড়ি। ৩০টি ঝুপড়ি চোখের নিমেষে ভস্মীভূত হতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৩টি দমকলের ইঞ্জিন এলাকায় যায়। খবর হিন্দুস্তান টাইমসের।

দমকল জানায়, অন্তত ১৩টি দমকলের ইঞ্জিন দিল্লির গোকুলপুরী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে অগ্নিদগ্ধ অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখা যায় সাতজনের দেহ। এমন করুণ দৃশ্যে ততক্ষণে এলাকায় আর্তনাদের রেশ। দিকে দিকে পরিত্রাণের আশায় রয়েছেন মানুষ। রাতের অগ্নিকাণ্ডে এক নিমেষে বহু কিছু খুইয়ে ফেলেছেন সেখানের বহু বাসিন্দা। এদিকে, দমকলের চেষ্টায় ভোর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ভোররাত চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই তিনি এলাকা পরিদর্শনে যাবেন। কেজরিওয়াল নিজের টুইটে বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। আমি ওই এলাকায় যাবো, ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করব। এ অগ্নিকাণ্ডের ঘটনায় স্বভাবতই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। এদিকে, নিহত সাতজানের মরদেহ উদ্ধার করেছে দমকল। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। দমকল কর্মকর্তারা জানান, মনে করা হচ্ছে, ওই সাতজন ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App