×

আন্তর্জাতিক

রাশিয়ার অনুরোধে জাতিসংঘে জরুরি বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২২, ১২:২৮ পিএম

রাশিয়ার অনুরোধে জাতিসংঘে জরুরি বৈঠক

জাতিসংঘের সাধারণ বৈঠক। ফাইল ছবি

রাশিয়ার অনুরোধে আজ শুক্রবার বৈঠকে বসেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। ইউক্রেনে হামলার ১৬তম দিনে শুরু হচ্ছে এ বৈঠক। এর আগে বৃহস্পতিবার তুরস্কের আনাতোলিয়ায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে রাশিয়া অভিযোগ করেছে, ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরির কর্মসূচিতে অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র।

মস্কো কর্তৃপক্ষের এ অভিযোগ আমলে নেয়নি যুক্তরাষ্ট্র। তারা উল্টো বলছে, মস্কোর এ অভিযোগ ইউক্রেনে রাসায়নিক ও জীবাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে। খবর সিবিএস নিউজ, অ্যাসোসিয়েটস প্রেস (এপি) ও ফক্স নিউজের।

জাতিসংঘের মার্কিন মিশনের এক মুখপাত্র জানান, হয় রাশিয়া বিশ্বকে ধোঁকা দিতে চাইছে অথবা ভুয়া তথ্য ছড়ানোর মঞ্চ হিসেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ব্যবহার করতে চাচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেন, ক্রেমলিন ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার করছে। ইউক্রেনে ভয়ংকর কর্মকাণ্ডকে ন্যায্যতা দিতে মিথ্যা অজুহাত দিচ্ছে রাশিয়া।

বৃহস্পতিবার জাতিসংঘে বৈঠক আহ্বান করতে অনুরোধ জানায় রাশিয়া। দেশটির এ অনুরোধ গ্রহণ করে আজ শুক্রবার বৈঠকের দিন ধার্য করা হয়। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে বাস্তুচ্যুত হয়েছেন ১২ শতাধিক বেসামরিক লোক বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App